রাজকোষ চুরির হলিউড তথ্যচিত্র প্রকাশ ১৫ আগস্ট
বছর সাতেক আগে ২০১৬ সালে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলারের রিজার্ভ চুরি এবং হ্যাকারদের একটি টাইপিংয়ের ভুলে দৈবক্রমে কীভাবে আরও অর্থ আটকে গিয়েছিল, সেই গল্প নিয়ে একটি তথ্যচিত্র নির্মিত হয়েছে হলিউডে। ‘বিলিয়ন ডলার হাইস্ট’ শিরোনামে তথ্যচিত্রটি নিয়ে আসছে ইউনিভার্সাল পিকচারস হোম এন্টারটেইনমেন্ট।
প্রযুক্তি খাতের সংবাদমাধ্যম ‘দ্য ভার্জ’ জানিয়েছে, তথ্যচিত্রটি মুক্তি পাবে আগামী ১৫ অগাস্ট। ওই সাইবার হামলা কতটা মারাত্মক ছিল এবং বিশ্বের সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা কেন তখন বার বার সতর্ক করেছিলেন সেসব উঠে এসেছে এই ডকুমিন্টোরিতে, যার ট্রেইলার ইতোমধ্যে প্রকাশিত হয়েছে।
ট্রেলারের ভিডিওতে শুরুতেই বলা হয়, মানব সভ্যতার জন্য হুমকিই চারটি। মহামারি, পারমাণবিক বোমা সদৃশ অস্ত্র, জলবায়ু পরিবর্তন ও সাইবার জগৎ। আর শেষ দিকে বলা হয়, প্রতিবছরই হ্যাকিংয়ের ঘটনা বাড়ছে, ক্ষতি বড় হচ্ছে। অর্থাৎ প্রযুক্তি জগৎ এটি এড়াতে পারছে না।
ড্যানিয়েল গর্ডন পরিচালিত এ তথ্যচিত্রে দেখানো হবে, কীভাবে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় থাকা হ্যাকাররা ব্যাংক থেকে অর্থ লুট করছে। আর বাংলাদেশ ব্যাংকই-বা কীভাবে এর শিকার হলো, তা দেখানো হবে। কিভাবে হ্যাকাররা ‘ওয়ার্ল্ডওয়াইড ইন্টারব্যাংক ফাইন্যান্সিয়াল টেলিকমিউনিকেশন’ ব্যাংকিং সিস্টেম ব্যবহার করতে সক্ষম হয়েছিল এবং ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কের বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে অবৈধভাবে ১০১ মিলিয়ন ডলার সরিয়ে ফেলেছিল। এর আগে তারা কীভাবে ফেডারেলের সঙ্গে যোগাযোগের টার্মিনাল খুঁজে পায়। রাতারাতি অর্থ উত্তোলনকে বাস্তবে রূপ দিলেও এর প্লট গোছাতে হ্যাকাররা বছরখানেক সময় নেয়।
জুরাসিক ওয়ার্ল্ড, মেমোরি, হ্যালোউন কিলস, নো টাইম টু ডাই, বিস্ট, ও সর্বশেষ ইরান-আফগানিস্তান নিয়ে নির্মিত ‘কান্দাহার’ এর মত সাড়া জাগানো চলচ্চিত্র হলিউডে এসেছে ইউনিভার্সাল পিকচার্সের মাধ্যমে।
নির্মাতা প্রতিষ্ঠানটি এবার বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনাকে কেন্দ্র করে এ ধরনের সাইবার অপরাধের বৃহত্তর চিত্রটি তুলে ধরেছে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ ও লেখক মিশা গ্লেনির সঙ্গে সাক্ষাৎকারের মাধ্যমে। গ্লেনি মনে কেরেন, সমন্বিত এই সাইবার অপরাধ মহামারী, গণবিধ্বংসী অস্ত্র ও জলবায়ু পরিবর্তনের মত একই ধরনের হুমকির সৃষ্টি করছে পৃথিবীর মানুষের জন্য।







